কক্সবাজারে রোহিঙ্গা শ্রমিকদের রাজত্ব বৃদ্ধি পাচ্ছে

পিবিএ,কক্সবাজার: কক্সবাজারের শ্রম বাজার ধীরে ধীরে রোহিঙ্গাদের দখলে চলে যাচ্ছে। জেলার আনাচে কানাছে রোহিঙ্গাদের অবাধ বিচরণ চোঁখে পড়ার মত। অথচ তাদের গতিবিধি লক্ষ্য রাখার জন্য জেলাজুড়ে রয়েছে আইন-শৃংখলা বাহিনীর বেশ কয়েকটি অস্থায়ী চেকপোষ্ট। কিন্তু রোহিঙ্গারা প্রশাসনের চোঁখ ফাঁকি দিয়ে বিভিন্ন কৌশলে চলে যাচ্ছে জেলার বিভিন্ন শ্রমবাজারে এমনকি দেশের আনাচে কানাছেও ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা।

রোহিঙ্গা
কক্সবাজারের শ্রম বাজার ধীরে ধীরে রোহিঙ্গাদের দখলে চলে যাচ্ছে।

অনুসন্ধানে দেখা যায়, কক্সবাজারের টেকনাফ- উখিয়ায় স্থানীয় জনসংখ্যার চেয়ে তিনগুন রোহিঙ্গা অত্র এলাকায় বসতি স্থাপন করেছে। বর্তমানে শ্রমবাজার পুরোটাই দখল করে নিয়েছে রোহিঙ্গারা। কিছুতেই থামানো যাচ্ছে তাদের অবাধ বিরচন।

জেলাসহ উপজেলাগুলো ঘুরে দেখা যায়, রোহিঙ্গারা এনজিও চালিত বিভিন্ন সংস্থার হয়ে কাজ করছেন তাছাড়া ইটভাটা, রিক্সা, অটোরিক্সা, ব্যাটারি চালিত টমটম,মাহিন্দ্র গাড়ীর বেশীর ভাগ চালক মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা।এমনকি চায়ের দোকান,আবাসিক হোটেল গুলোতেও শ্রমিক হিসাবে যারা কর্মরত রয়েছে তাদের মধ্য বেশীর ভাগ শ্রমিক হচ্ছে রোহিঙ্গা। এদিকে টেকনাফের স্থল বন্দরের কর্মরত শ্রমিক হিসেবে যারা কাজ করে আসছে। তারাও রোহিঙ্গা!

এব্যপারে স্থানীয় কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়,রোহিঙ্গা শ্রমিকরা কম টাকার বিনিময়ে কাজ করে। এতে স্থানীয় দিন মজুর শ্রমিকরা পড়ে যাচ্ছে বিপাকে। এবিষয়ে সুশীল সমাজের ব্যাক্তিরা অভিমত ও দুঃখ প্রকাশ করে বলেন যে সমস্ত অসাধু অর্থলোভী ব্যবসায়ীরা নিজের স্বার্থ হাসিল করার জন্য কম টাকার বিনিময়ে রোহিঙ্গা শ্রমিক ব্যবহার করছে তাদেরকে আইনের আওয়তাই নিয়ে না আসলে স্থানীয় শ্রমবাজারসহ পাড়া মহল্লায় রোহিঙ্গাদের অবাধ বিচরন দিন দিন বাড়তে থাকবে।

তারা আরো বলেন, যদি এখন থেকে রোহিঙ্গাদের নিয়ন্ত্রন করা না হয় এমন একদিন আসবে কক্সবাজারের গুরুত্বপুর্ন স্থান গুলো চলে যাবে রোহিঙ্গাদের দখলে।

পিবিএ/টিএ/আরআই

আরও পড়ুন...