কক্সবাজার প্রতিনিধি : আজ বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে কোন ধরনের বাধাবিহীন স্বাভাবিকভাবে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহন । স্বাভাবিক রয়েছে মানুষের অবাধ চলাচল। হাটবাজার গুলোতেও উপচে পড়া ভীড়।
এতে স্থানীয় মানুষ আতংকে রয়েছে। এভাবে লকডাউন অমান্য করে যান চালচলে করোনা সংক্রমণের ঝুকি বাড়ছে বলে তাদের অভিযোগ।
বিভিন্ন উপজেলা থেকে নির্দ্বিধায় শহরে ডুকছে ট্রাক, বাস, মাইক্রোবাস, সিএনজি ও টমটম। এসব যান চলাচলে কোন ধরনের বাধা নেই বললে চলে। বিভিন্ন স্পটে পুলিশ থাকলেও তেমন কড়াকড়ি নেই যানবাহন চলাচলে। ফলে বাধাহীনভাবে চলছে বিভিন্ন যানবাহন।
শহরের কলাতলী ডলফিন মোড়,হলিডে মোড়, লালদিঘীর পাড়, বার্মিজ মার্কেট বাসটার্মিনাল ও লিংকরোড়ে সকাল থেকে গাড়ির ভীড় দেখা যাচ্ছে। এদিকে জেলার বিভিন্ন উপজেলায়ও থেমে নেই যানবাহন ও মানুষের অবাধ চলাচল । প্রশাসনের এতো নজরদারি ও কড়াকড়িতেও কোন ভাবে লোকসমাগম ও যান চলাচল রোধ করা যাচ্ছে না। ফলে কক্সবাজারে লকডাউন ভেস্তে যাওয়ার পথে।
এসব যানবাহন ও মানুষের অবাধ চলাচল উপলব্ধি করে সাধারণ মানুষের মাঝে আতংক সৃষ্টি হচ্ছে। দেশে করোনা পরিস্থিতি আরোও ভয়াবহ আকার ধারণ করছে। থেমে নেই করোনার থাবা। কক্সবাজারে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এ পর্যন্ত ৪ জন। সচেতন মহল মনে করেন মানুষের এ ধরনের অস্বাভাবিক চলাচল অব্যাহত থাকলে করোনার থাবা আরো প্রকট হবে। দীর্ঘ হতে পারে মৃত্যুর মিছিল। এদিকে কক্সবাজারে এখন পর্যন্ত ৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
এব্যাপারে জানতে কক্সবাজার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের মুঠোফোনে একাধিক বার রিং করার পরও ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
পিবিএ/কক্সবাজার/এমএ