কক্সবাজারে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

পিবিএ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ এপ্রিল) ভোর ৪টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ফাইসাখালী এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য সাড়ে ৪ কোটি টাকা। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উখিয়ার পালংখালী ইউনিয়নের ফাইসাখালীর তুমব্রু খাল দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন তথ্যে ভিত্তিতে বিজিবির সদস্যরা অবস্থান নেয়। এক পর্যায়ে ভোর আনুমানিক ৪টার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশের দিকে আসতে থাকে এবং টহল দলের নিকট পৌঁছালে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এসময় চোরাকারবারীরা নৌকা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ওই নৌকায় তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা। উদ্ধার হওয়া ইয়াবাগুলো কক্সবাজার ৩৪ বিজিবি’র সদর ব্যাটালিয়নে রয়েছে।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে বিজিবি বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেচে বলেও জানানো হয়েছে।

পিবিএ/টি্ি/হক

আরও পড়ুন...