কক্সবাজারে ইয়াবাসহ মহিলা বিমান যাত্রী আটক

পিবিএ,কক্সবাজার: কক্সবাজার বিমানবন্দরে তল্লাশীর সময় নাজনীন চৌধুরী (৫৫) নামে এক নারীকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাব। এসময় তার থেকে ১ হাজার ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার রাতে বিমানবন্দরের তলাশী কক্ষে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

 আটক
নাজনীন চৌধুরী (৫৫)

আটক নাজনিন চৌধুরী চাঁদপুর জেলার মতলব থানার নিক্ষিতপুর গ্রামের মাহমুদের স্ত্রী। তিনি বর্তমানে ঢাকার সায়দাবাদে বসবাস করেন। র‌্যাব-১৫ কক্সবাজারের ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান পিবিএকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তল্লাশীকালে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়। সে নভএয়ারের একটি বিমানের যাত্রী ছিল। তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিবিএ/টিএ/আরআই

আরও পড়ুন...