কক্সবাজার সমুদ্র সৈকতে ভাসমান চার লাশ উদ্ধার

পিবিএ,কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের শৃগল পয়েন্ট থেকে চার ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ। বুধবার ভোর সাড়ে ৩টার দিকে মরদেহ গুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) মো খায়রুজ্জামান। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ গুলোর পরিচয় সনাক্ত করা যায়নি।ওসি (তদন্ত) জানান, রাতে দায়িত্ব পালন করা বিচ কর্মীরা কয়েকটি মরদেহ ভেসে আসার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে নিয়ে আসে।

তিনি আরও জানান, তীরে একটি ছোট নৌকা ভেসে এসেছে। এর মধ্যে একটি মাছ ধরার জাল পাওয়া গেছে। এতে মনে করা হচ্ছে নিহতরা জেলে হতে পারে। তাদের পরিচয় জানতে জোর তৎপরতা চলছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...