কঙ্গোতে নিহত পুলিশ কর্মকর্তা রৌশন আরার লাশ আসবে কাল, রাজারবাগে জানাজা

রৌশন আরা বেগম
ফাইল ছবি

পিবিএ,ডেস্ক: কঙ্গোতে সড়ক দুর্ঘটনায় নিহত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) রৌশন আরা বেগমের মরদেহ আগামীকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় বাংলাদেশে এসে পৌঁছুবে। এরপর নয়াটোলা জামে মসজিদে সকাল ১০টায় তার প্রথম নামাজে জানাজা, মগবাজার ওয়ারলেস গেট জামে মসজিদে দুপুর ১২টায় দ্বিতীয় জানাজা এবং রাজারবাগ পুলিশ লাইন মাঠে বাদ জোহর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

গত রোববার কঙ্গো কিনশাসা নামক স্থানে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় একটি লরির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে রৌশন আরা বেগমকে বহনকারী গাড়ির চালকসহ বাকি দুইজন আহত হন। আহতদের মধ্যে পুলিশের এসপি (কমান্ডার) ফারজানাও রয়েছেন।

রৌশন আরা বেগম কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ ইউনিট সদস্যদের মেডেল প্যারেডে অংশ নিতে গিয়েছিলেন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...