কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম যাহা হাড় শক্ত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। গর্ভস্থ অবস্থা, খেলোয়ার, বাড়ন্ত শিশু, কেমোথেরাপি পাচ্ছে এমন রোগীদের জন্য কচুর লতি ভীষণ উপকারী। রয়েছে প্রচুর চাহিদা। তাই এখন মানিকগঞ্জ জেলার বহু চাষী ঝুঁকছে কচুর লতি চাষে। অল্প খরচে বেশি লাভ। বাজারে চাহিদাও ভাল। যার ফলে দিন দিন বাড়ছে কচুর লতি চাষাবাদ। ছবি : পিবিএ