কটিয়াদীতে প্রান্তিক জনগোষ্ঠির মাঝে অনুদানের নগদ অর্থ বিতরণ

নগদ অর্থ বিতরণ

পিবিএ,কটিয়াদী(কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উপজেলা সমাজসেবা বিভাগের উদ্যোগে ৭০টি পরিবারের মাঝে জন প্রতি ১৮হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ কটিয়াদী- পাকুন্দিয়া মাননীয় আসনের জাতীয় সংসদ সদস্য ও পুলিশের সাবেক আইজিপি, রাষ্ট্রদূত, সচিব নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা র্কাযালয়,কিশোরগঞ্জ উপপরিচালক কামরুজ্জামান খান,কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম খোকা, আশিকুল হক সুমন প্রমুখ।

নূর মোহাম্মদ বলেন ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে বিভিন্ন কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। তাই বিভিন্ন অনুদান বিতরণের মাধ্যমে অসহায় মানুষদের কর্মমুখি ও স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন’।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান মনিরের উপস্থাপনায় প্রশাসন,বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রস্তুতকারক ও মেরামত, নাপিত, কামার, কুমার, জুতা মেরামতকারী /প্রস্তুতকারী, বাঁশ ও বেত প্রস্তুতকারী, ওস্তাদ ও সাগরেদকে ১৮ হাজার টাকা করে ১২ লাখ ৬০ হাজার টাকার ৭০টি চেক বিতরণ করা হয়।

পিবিএ/মিয়া মোহাম্মদ ছিদ্দিক/জেডআই

 

আরও পড়ুন...