ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া বাড়িয়ে তালিকা প্রকাশ করেছে বিআরটিএ। ৯ নভেম্বর থেকে এই নির্ধারিত ভাড়া কার্যকর করা হয়েছে। তবে অনেক বাস নির্ধারিত ভাড়ার বেশি আদায় করছে যাত্রীদের থেকে।
এই সমস্যা থেকে উত্তরণের জন্য তৈরি করা হয়েছে ‘কতভাড়া’ অ্যাপ। এই অ্যাপ একবার আপনার মোবাইলে ইন্সটল করলে আর মনে রাখতে হবে না শ’খানেক চার্ট। এর মাধ্যমে ঢাকার যেকোনো প্রান্ত থেকে অপরপ্রান্ত যেতে বাসের নির্ধারিত ভাড়া ও কিলোমিটার জানা যাবে।
ইন্টারনেট ছাড়াই চলবে ‘কতভাড়া’ অ্যাপ। এটি ডাউনলোড করা যাবে এই লিংকে গিয়ে- https://play.google.com/store/apps/details?id=com.shoutlab.kotovara