পিবিএ,ঢাকা: একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক রিজিয়া রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন।
রিজিয়া রহমান বাংলাদেশের একজন খ্যাতনামা ঔপন্যাসিক। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে- অগ্নিস্বাক্ষরা, ঘর ভাঙা ঘর, উত্তর পুরুষ, রক্তের অক্ষর, বং থেকে বাংলা, অরণ্যের কাছে, শিলায় শিলায় আগুন, অলিখিত উপাখ্যান, ধবল জোৎস্না, সূর্য সবুজ রক্ত, একাল চিরকাল, হে মানব মানবী, হারুন ফেরেনি, উৎসে ফেরা।
তিনি ১৯৩৯ সালে কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন। এরপর দেশ ভাগের সময় বাংলাদেশে চলে আসেন।
বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য চলতি বছর তাকে একুশে পদকে ভূষিত করা হয়।
পিবিএ/এমএসএম