কথা দিয়ে কথা রাখলেন না আরমান আলিফ

পিবিএ, বিনোদন : বাংলাভিশনের নিয়মিত সরাসরি অনুষ্ঠান ‘সকাল বেলার রোদ্দুর’-এ আজ বৃহস্পতিবারের (২ মে) পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল আরমান আলিফের কিন্তু তিনি কোনোরকম অবহিতকরণ ছাড়াই অনুষ্ঠানে অনুপস্থিত থাকেন। বারবার চেষ্টা করেও ফোনে তার সাথে যোগাযোগ করা যায়নি।

এ প্রসঙ্গে অনুষ্ঠানটির প্রযোজক আরিফ হোসেন বার্তা সংস্থা পিবিএ’কে বলেন, ‘আরমান আলিফের সাথে সকাল বেলার রোদ্দুর অনুষ্ঠানের অতিথি হওয়ার বিষয়ে আমাদের চূড়ান্ত ও শেষ কথা হয় গতকাল বুধবার (১ মে) রাত সাড়ে ৮টায়। কথা ছিল আজ (২ মে) সকাল সাড়ে ১০টায় বাংলাভিশনে উপস্থিত থাকবেন। ১১টা ৫ মিনিটে লাইভ অনুষ্ঠান প্রচারিত হবে। কিন্তু আরমান আলিফ ১০টায় বাংলাভিশনে তো আসেনইনি বরং তার ফোনও বন্ধ করে রেখেছেন। সকাল ৯টা থেকে ফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এতে আমরা লাইভ অনুষ্ঠান প্রচার করতে পারিনি। একজন শিল্পীর কাছ থেকে এ ধরেণের অপেশাদারমূলক আচরণ কোনোভাবেই কাম্য হতে পারে না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’

আজকের পর্বটি উপস্থাপনায় ছিলেন সায়েম। তিনি বার্তা সংস্থা পিবিএ’কে বলেন, ‘নতুনদের মধ্যে পেশাদারিত্ব না থাকার কারণে এমন অনেকেই অসময়ে ঝরে যাচ্ছে। প্রতিটি অনুষ্ঠান, বিশেষ করে লাইভে প্রযোজক, উপস্থাপক ও শিল্পীর সমান দায়িত্ব থাকে। অতিথির কাছ থেকে এমন অপেশাদারিত্ব একেবারেই মেনে নেওয়ার মতো নয়।’ এদিকে বার্তা সংস্থা পিবিএ’র পক্ষ থেকেও আরমান আলিফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। তার কাছের কেউও তার সন্ধান দিতে পারেননি। উল্লেখ্য, অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচারিত হয় প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে।

পিবিএ/এমএস

আরও পড়ুন...