মনির হোসেন জীবন,ঢাকা: রাজধানীর কদমতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় মোঃ সাকিব ওরফে সজল (২০) নামে এক যুবক নিহত এবং একজন আহত হয়েছে।নিহত সজল পেশায় একজন মোটর সাইকেল মেকানিক।
ডিএমপির কদমতলী থানার ওসি মোঃ জামাল উদ্দিন মীর আজ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানান, মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে কদমতলীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। পথচারীরা গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালক মোঃ সাকিব ওরফে সজল ও আরোহী সহ দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টায় সজলকে মৃত ঘোষণা করেন।
নিহত সাকিব মোটর মেকানিকের কাজ করতো।
এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) ওসি মো: বাচ্চু মিয়া আজ গনমাধ্যমকে দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় আহত যুবককে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি বলেন, বিষয়টি কদমতলী থানা পুলিশকে অবহিত করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
পিবিএ/এসডি