কনটেইনার স্টোর রেন্ট মওকুফের মেয়াদ বাড়ানোর দাবি

পিবিএ,ডেস্ক: চট্টগ্রাম বন্দরে কনটেইনারের স্টোর রেন্ট মওকুফের সময়সীমা ১৬ মে পর্যন্ত বাড়ানোর দাবি জানানো হয়েছে। এ বিষয়ে যৌক্তিকতা তুলে ধরে সোমবার নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর কাছে চিঠি দিয়েছেন চেম্বার সভাপতি মাহবুবুল আলম। চেম্বারসহ ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এর আগে দুই দফায় বাড়িয়ে ৫ মে পর্যন্ত কনটেইনারের বিপরীতে বন্দরের স্টোর রেন্ট শতভাগ মওকুফের ঘোষণা দেয়া হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতে চেম্বার সভাপতি বলেন, আমদানিকারকদের পক্ষে ব্যাংকের আর্থিক জোগানের অভাব, পরিবহন ও শ্রমিক সংকটসহ বিভিন্ন কারণে সময়মতো চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি নেয়া সম্ভব হচ্ছিল না। কনটেইনারগুলোর স্টোর রেন্ট শতভাগ মওকুফ করায় আমদানিকারকরা যেসব শিপমেন্টের মূল ডকুমেন্ট এবং ব্যাংক গ্যারান্টি কনফার্ম করতে পারছে। তারা দ্রুতগতিতে ডেলিভারিও নিচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে জটও অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। চিঠিতে বলা হয়, পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। লকডাউনের মেয়াদও ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বিভিন্ন ধরনের জটিলতার কারণে এখনও আমদানিকারকরা সময়মতো পণ্য ডেলিভারি নিতে পারছেন না। তাই সরকার ঘোষিত আমদানিকৃত কনটেইনারসমূহের স্টোর রেন্ট শতভাগ মওকুফের সময়সীমা ১৬ মে পর্যন্ত বাড়ানো হলে আমদানিকারকরা কিছুটা স্বস্তি পাবে।

এদিকে স্টোর রেন্ট মওকুফের সময়সীমা ১৬ মে পর্যন্ত বাড়ানো হবে কিনা সে বিষয়ে সোমবার পর্যন্ত মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা পায়নি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দরের সচিব ওমর ফারুক যুগান্তরকে বলেন, এ ধরনের সিদ্ধান্ত পাওয়া গেলে অবশ্যই তা কার্যকর হবে।
পিবিএ/এএম

আরও পড়ুন...