পিবিএ,ঢাকা: বহুল আলোচিত ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে পুলিশ কনস্টেবল বাদল মিয়া হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হুমায়ুন ওরফে হুমায়ুন কবির’কে টাঙ্গাইলের বাসাইল থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোর সারে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল র্যাব-১৪ এর সহযোগীতায় টাঙ্গাইল জেলার বাসাইল থানাধীন উত্তরপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে রাজধানীর মতিঝিল থানার মামলা নং-৩২ তারিখ ২২ ফেব্রæয়ারি ২০১৩ ধারা-৩০২,২০১,৩৪ পেনাল কোড (বহুল আলোচিত ২০১৩ সালে রাজধানীর মতিঝিলে পুলিশ কনস্টেবল বাদল মিয়া হত্যা) মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি হুমায়ুন ওরফে হুমায়ুন কবির (৪২)-কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত হত্যাকাণ্ডের সাথে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে উক্ত হত্যা মামলা রুজুর পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।