কন্ডোম নয়, যৌন মিলনের সময় পরুন গয়না!

পিবিএ ডেস্কঃ সঙ্গিনীর সঙ্গে ফাঁকা ঘরে? এই সুযোগেই অন্তরঙ্গ হতে চাইছে মন? পরমুহূর্তেই চিন্তা, আপনার কাছে নেই কন্ডোম। আবার কোনও নিরাপত্তা ছাড়াই যে আপনি যৌনতায় লিপ্ত হবেন, সেই সাহসও পাচ্ছেন না৷ ভাবুন তো! এমন পরিস্থিতিতে মনটাই পালটে যায়। এই সমস্যা থেকে আপনাকে মুক্তি দিতে পারে একটিমাত্র কানের দুল কিংবা হাতঘড়ি। হ্যাঁ, ঠিকই পড়লেন। নয়া গবেষণা বলছে, কানের দুল এবং হাতঘড়িও নাকি কন্ডোম কিংবা গর্ভনিরোধকের মতোই কাজ দিতে পারে। আটকানো যেতে পারে অবাঞ্ছিত গর্ভধারণ।

কি সেই গয়নাঃ সম্প্রতি জর্জিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এই গয়নাটি তৈরি করেছে৷ গবেষকদের দাবি, গয়নাটি হতে পারে কানের দুল কিংবা গলার হার আবার হাতঘড়িও। গয়নার মধ্যে লাগিয়ে দেওয়া হবে ‘কনট্রাসেপটিভ হরমোন’। ট্যাবলেটের আকারে ওই হরমোন লাগিয়ে দেওয়া হবে গয়নায়। ত্বকের সংস্পর্শে আসা মাত্রই ওই হরমোন মিশে যাবে আপনার রক্তে৷ এর ফলেই গয়না গর্ভনিরোধক হিসাবে কাজ করবে৷ ওই গয়না পরে একলা ঘরে সঙ্গিনীকে নিয়ে বিছানায় উদ্দাম যৌনতায় যতই মেতে উঠুন না কেন, অবাঞ্ছিত গর্ভধারণ সম্ভব নয় বলেই দাবি গবেষকদের। কনট্রাসেপটিভ পিলের পাশাপাশি কন্ডোম ব্যবহারের ক্ষেত্রেও অনীহা রয়েছে অনেকেরই৷ সেক্ষেত্রে এই গয়না ব্যবহারে অনীহা সেভাবে থাকবে না বলেই অনুমান গবেষকদের।

 

পরামর্শ প্রেমিকাকে যেকোনও উপলক্ষে না হয় এমন একটি কানের দুল কিংবা হাতঘড়ি উপহার দেওয়াই যায়। তাতে কন্ডোম কিংবা পিলের ঝঞ্ঝাট এবং অবাঞ্ছিত গর্ভধারণের চিন্তাও এড়ানো সম্ভব। কিন্তু না, এখনই এত তাড়াহুড়ো করবেন না। কারণ, মানব শরীরে আদৌ এই হরমোন গর্ভধারণ রোধ করতে সম্ভবপর হবে কিনা, সে বিষয়ে এখনও নিশ্চিত নন গবেষকরা। কারণ, এখনও পর্যন্ত শুধুমাত্র ইঁদুর এবং শূকরের উপর এই হরমোনের পরীক্ষা করা হয়েছে। তাতে সাফল্য মিলেছে বলেই দাবি গবেষকদের। তাই মানব দেহে এ পরীক্ষা সফল না হওয়া পর্যন্ত ‘কনট্রাসেপটিভ জুয়েলারি’র কথা ভুলে নিরাপদ যৌনজীবনের জন্য কন্ডোম কিংবা ওষুধের উপর ভরসা রাখুন৷

পিবিএ/এমআর

আরও পড়ুন...