কবর খনন সওয়াবের কাজ : কিন্তু পারিশ্রমীক নেওয়া যাবে কী ?

পিবিএ,ডেস্ক: আমাদের গ্রামে একজন প্রসিদ্ধ কবর খননকারী আছে। নির্ধারিত পারিশ্রমিকের বিনিময়ে সে কবর খুঁড়ে থাকে। প্রয়োজন হলে আশপাশের গ্রাম থেকেও তার ডাক আসে। প্রশ্ন হলো, তার জন্য এভাবে পারিশ্রমিক নিয়ে কবর খনন করা এবং তাকে দিয়ে টাকার বিনিময়ে কবর খনন করানো কি জায়েজ হবে?

—রায়হানুল হক, মোরেলগঞ্জ, বাগেরহাট

উত্তর : কবর খনন করা সওয়াবের কাজ। যে এ কাজ করে সে তো সওয়াবের উদ্দেশ্যেই করে। তবে এ ক্ষেত্রে কেউ যদি তাকে হাদিয়া দিয়ে সম্মান করে, তাহলে তা গ্রহণ করা জায়েজ আছে। আর যেখানে এ কাজের জন্য একাধিক ব্যক্তি রয়েছে, সেখানে কেউ যদি নির্ধারিত পারিশ্রমিক নিয়ে এ কাজ করতে চায়, তবে সেটিও নাজায়েজ নয়। তবে এমন না করাই ভালো।

পিবিএ/আম

আরও পড়ুন...