কবিতা – বিহঙ্গ বিভ্রম

তুমি কবিতা ভালোবেসে সমুদ্র হতে পারোনি
পাহাড় হয়ে জন্ম নিয়েছো
বিবর্ণ,ধূসর একখানা হিমালয় সদৃশ।

সমুদ্রের শ্রীরুপ,দিগন্ত বিস্তৃত শোভা
একখানা পানকৌড়ি, একটি হলুদ মাছ কিছু ঝিনুক,
শামুক কিংবা প্রকান্ড নীল তিমি
কোনো কিছুতেই তোমার প্রনয় নেই।

দূর্গম,খতবিক্ষত, উচু নিচু তোমার গাত্র
জায়গায় জায়গায় বেদনার ঝর্না।

এবার তোমার খুব ইচ্ছে হলো একটি বটগাছ হতে,
তোমার এ জন্মের পাহাড়ের ঢাল বেয়ে গজে ওঠা একটি প্রকান্ড বট গাছ,
সমুদ্রের মতো তুমিও পাখিদের স্থান দিতে পারো
তোমার হাতে, মাথায়,শরীরে
কারন, আজন্মের স্বাধ,তুমি পাখি হবে।

লেখকঃ সুপ্ত বিহঙ্গ
রাজশাহী বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন...