পিবিএ,ঢাকা: বাংলাসাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের ৮৪তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার । ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার মৌড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পঞ্চাশের দশকে বাংলাসাহিত্যে আগমন ঘটে কবি আল মাহমুদের । ১৯৬৩ সালে প্রকাশিত হয় কবির প্রথম কাব্য ‘লোক লোকান্তর’ । তাঁর রচনার মধ্যে ‘সোনালি কাবিন’ প্রকাশের পর থেকে শুরু করে আজ অবদি বাংলাসাহিত্যের অনন্য আলোচিত কাব্য । কবিতা ছাড়াও মৃত্যুর আগ কালীন একাধারে লিখেছেন ছড়া, গল্প, উপন্যাস, প্রবন্ধ, আত্মজীবনী, ভ্রমণকাহিনী প্রভৃতি । এ যাবৎকাল তাঁর প্রকাশিত শতাধিক গ্রন্থ নিয়ে প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ মোট ১৩ খন্ডে প্রকাশ করেছে ‘আল মাহমুদ রচনাবলি’ । সৃজনশীল দীর্ঘ জীবন প্রবাহের জন্য বাংলা একাডেমিসহ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কারে ভূষিত হয়েছেন । বায়ান্নর ভাষা আন্দোলনের লিফলেটে তাঁর কবিতা ছাপা হওয়ায় তাকে ফেরারী হতে হয়েছিল । একাত্তরের মুক্তিসংগ্রামে মুজিবনগর সরকারের স্টাফ হিসেবেও তিনি কাজ করেছেন । স্বাধীনতার আগে ও পরে সাংবাদিকতা পেশাতেও যুক্ত ছিলেন বেশ-সময় । এদিকে সকলের প্রিয় এ কবির জন্মদিন উপলক্ষে রাজধানীর কাঁটাবনের কবিতা ক্যাফেতে (২৩৪/সি নিউ এলিফ্যান্ট রোড, কাঁটাবন সিগন্যাল, ঢাকা) আজ বিকেল ৪টায় আল মাহমুদ উৎসব’র আয়োজন করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন কবি আল মাহমুদ পরিষদের সাধারণ সম্পাদক কবি আবিদ আজম । এতে আমন্ত্রিত অতিথি হিসেবে কবি নূরুল হুদা, কবি জাহিদুল হক, কবি শাহীন রেজা-সহ কবির ভক্ত-অনুরাগীরা উপস্থিত থাকবেন । উল্লেখ্য যে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কীর্তিমান এ কবি ইন্তেকাল করেন ।
পিবিএ/ফআ