কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে কুয়াশা উৎসব-২০১৯ অনুষ্ঠিত


পিবিএ,জাককানইবি : কুয়াশাচ্ছন্ন শীতকে বরণ করে নিতে ‘কুয়াশায় সু-আশায় কহ কুশলাদি’ প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রথমবারের মতো দুই দিনব্যাপী কুয়াশা উৎসব-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থীদের উদ্যোগে গণ-অর্থায়নে কুয়াশা উৎসবটি গত ২৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে আজ ৩০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

বর্ণাঢ্য আয়োজনে ছিল- শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রকলা প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, পিঠা পার্বণ উৎসব, বইমেলা, সংগীত, নৃত্য, স্ট্যান্ড-আপ কমেডি, ইনস্টুলেশন আর্ট, পারফরমেন্স আর্ট এবং শিক্ষকদের অংশগ্রহণে সাহিত্য আলোচনা।

সকলের জন্য উন্মুক্ত উৎসবে দর্শক মাতিয়েছে বাংলা ফাইভ, স্বরব্যাঞ্জ, দৈত্য দল ও মাদলের মতো ব্যান্ডদল। প্রথমবারের মতো কুয়াশা উৎসব অনুষ্ঠিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করেছিল । তালের পাতায় নকশা এঁকে বিলানো হয়েছিল নিমন্ত্রণ পত্র।এবারের উৎসবের ব্যয়ের সম্পূর্ণ টাকা গান গেয়ে উত্তোলন করেছে শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, শীতে আগে গ্রাম বাংলায় খোল করতালের শব্দে বাড়ি বাড়ি কীর্তন হতো। শীতের ভোরে খেজুরের রস সংগ্রহ করে তা থেকে গুড় বানানো হতো। পরে সেই গুড় দিয়ে হতো পিঠার আয়োজন। বর্তমানে এই শহুরে জীবনে প্রায় হারাতে বসেছে এ সংস্কৃতি। এটির পুনরুদ্ধার বা গ্রাম-বাংলার ঐতিহ্য তুলে ধরে তা রক্ষায় অনুষ্ঠিত হয়েছে এই কুয়াশা উৎসব।

পিবিএ/আরেফিন/জেডআই

আরও পড়ুন...