পিবিএ, কমলগঞ্জ(মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন থেকে ৮ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে তাকে আটক করা হয়। আটককৃত ওই যুবক ফেনী থানার বারেপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে বলে জানা যায়।
পুলিশ জানায়,বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার এসআই ফরিদ মিয়া,এসআই আব্দুস শহীদ,এএসআই উত্তম কৈরি এবং এএসআই সুশেনের নেতৃত্বে একদল পুলিশ ওই যুবককে ৮ পিস ইয়াবাসহ ভানুগাছ রেলওয়ে স্টেশন থেকে আটক করে থানায় নিয়ে আসেন।
কমলগঞ্জ থানার ডিউটি অফিসার আয়েছ মাহমুদ আটকের সত্যতা নিশ্চিত করেন।
পিবিএ/এএম/জেডআই