পিবিএ,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ডাকাতির সাথে জড়িত থাকায় দুই ডাকাতকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। তবে আটকের তথ্যদিতে পুলিশের গড়িমসির অভিযোগ উঠেছে। সরাসরি ও কয়েকদফা ফোনে যোগাযোগ করলেও কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান তথ্য দিতে কিছুটা টালবাহানা করেন।
পরে পুলিশের একটি সূত্রে জানা যায়, আটককৃতদের নাম নাহিদুল ইসলাম রাসেল ও সেজু মিয়া। তাদের বাড়ি শমসেরনগরের লামা বাজার এলাকায়। আটকের সময় কালো হাফপ্যান্ট, ২টি গামছাসহ ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ। কমলগঞ্জ থানার ওসি মো: আরিফুর রহমান, ডাকাত আটকের কথা স্বীকার করলেও কোন তথ্য দিতে রাজি হননি। তিনি বলেন, আরো তদন্ত করার পর বিষয়টি জানতে পারবেন। তবে জানা যায়, সেজু মিয়া সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে অন্যজনকে নাহিদুল ইসলামকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।
পিবিএ/এএম/বিএইচ