পিবিএ, কমলগঞ্জ (মৌলভীবাজার): মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় ২০ বোতল মদসহ মিলন রবিদাস (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার শমসেরনগর চৌমুহনী থেকে তাকে আটক করা হয়। আটক ওই যুবক শ্রীমঙ্গল উপজেলার আরামবাগ এলাকার মৃত মহাদেব রবিদাসের ছেলে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে এএসআই হামিদুর রহমান ও এএসআই আয়াছ মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শমসেরনগর চৌমুহনী থেকে ১৩ বোতল সিগনেচার ও ৭ বোতল অফিসার চয়েস মদসহ মিলন রবিদাসকে আটক করে থানায় নিয়ে আসেন।
কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ২০ বোতল মদসহ মিলন পিবিএ’কে রবিদাসকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,আটক ওই যুবককে মাদক মামলায় মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
পিবিএ/জেডআই