পিবিএ ডেস্ক: আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট পেতে হয়রানি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি এনফোর্সমেন্ট টিম কমলাপুর রেলস্টেশনে অভিযান চালিয়েছে। বুধবার সকালে কমলাপুর রেল স্টেশনে দুদুকের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
কয়েকজন যাত্রী লাইন ভেঙে এবং তদবিরের মাধ্যমে টিকিট কেনাবেচার অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে দুদক অভিযানে যায়। এ সময় দুদক টিম স্টেশন ম্যানেজারকে টিকিট বিক্রিতে স্বচ্ছতা ও শৃঙ্খলা আনার নির্দেশ দেওয়া হয়।
পিবিএ/আরআই