ব্রয়লার মুরগির দাম প্রতিনিয়তই কমছে। রমজানের শুরুর আগের দিনের তুলনায় বর্তমানে বাজারে কেজিতে প্রায় ১০০ টাকার মতো কমেছে। ব্রয়লার মুরগির দাম সামনে আরো কমতে পারে বলেও জানিয়েছেন বিক্রেতারা।
মঙ্গলবার সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজার, সায়েদাবাদ বাজার ও মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে এমনই চিত্র চোখে পড়েছে। রমজানের শুরু থেকে পাঁচদিনে ব্রয়লার মুরগি কেজি প্রতি ৮০-৯০ টাকা পর্যন্ত কমেছে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০ থেকে ২১০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গতকাল সোমবারও ছিল ২২০ থেকে ২৩০ টাকা। অর্থাৎ একদিনে ব্যবধানে দাম কমেছে কেজিতে ২০ টাকা। অথচ রমজানের শুরুর আগের দিন ব্রয়লর মুরগির দাম ছিল ৩০০ টাকা ছুঁই ছুঁই।
শীর্ষ ব্যবসায়ীরা বলছেন, পোলট্রি খাতের শীর্ষস্থানীয় চার প্রতিষ্ঠান খামার পর্যায়ে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজি ১৯০-১৯৫ টাকা নির্ধারণের পরেই বাজারে এমন নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
তারা বলছেন, প্রতিদিন বাজারে মুরগির দাম কমছে। বর্তমানে পাইকারি পর্যায়ে প্রতি কেজি ব্রয়লার ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ দাম আরো কমতে পারে।
এদিকে মিরপুর শেওড়াপাড়া বাজারের মুরগি বিক্রেতা হোসেন মিয়া বলেন, প্রতিদিনই মুরগির দাম কমছে। দুই-একদিনের মধ্যে দাম আরো কমবে। মুরগির দাম ২০০ টাকার নিচে থাকবে।
তিনি বলেন, আজ যা বিক্রি করছি সেগুলো গতকালের দামে কেনা। আজ সকালে যারা কাপ্তানবাজার থেকে মুরগি এনেছেন, তারা ২০০ টাকা দরেও বিক্রি করতে পারছেন। আগামীকাল দাম আরো কমবে।
এদিকে ব্রয়লারের নিম্নমুখী দামের কারণে সোনালি মুরগির দামও কিছুটা কমেছে। বর্তমানে সোনালি মুরগি প্রতি কেজি ৩৫০ থেকে ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও সোলালি মুরগির দাম ৪০০ টাকার ছুঁইছুঁই করছিল।
কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, দরদাম করে কিনলে মুরগি বিক্রেতার চাওয়া দামের থেকে আরো ৫-১০ টাকা কমানো যাচ্ছে। অধিকাংশ দোকানে ব্রয়লার প্রতি কেজি ২১০ টাকা চাওয়া হচ্ছে।