পিবিএ ডেস্ক: ভারত-পকিস্তানের মধ্যে জম্মু ও কাশ্মীর নিয়ে ক্রমেই উত্তেজনা বাড়ছে। এরইমধ্যে এক দেশ আরেক দেশের সঙ্গে বাণিজ্য তুলে নেওয়া হয়ে গেছে। এমনকি কূটনীতিক সম্পর্কও ছিন্ন প্রায়। প্লেন-ট্রেনসহ অন্যান্য যোগাযোগ ব্যবস্থায় পাকিস্তান দেশটি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বেশ আগেই। নীরব ছিল ভারত। এবার পাল্টা জবাবে ভারতও সে পথেই হাঁটছে। কেননা, নিজেদের রাজস্থান থেকে করাচিগামী সাপ্তাহিক থার লিংক এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে দেশটি।শুক্রবার (১৬ আগস্ট) কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়। খবরে বলা হয়, ভারতের রাজস্থান থেকে পাকিস্তানের করাচিতে প্রতি সপ্তাহে যে থার লিংক এক্সপ্রেস ট্রেন চলতো, তা বাতিল করেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।
ভারতের নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা অভয় শর্মা বলেন, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত থার লিংক এক্সপ্রেসের যাত্রা স্থগিত থাকবে। এ ট্রেনে পাকিস্তান যাওয়ার জন্য ৪৫ জন টিকিট বুক করেছিলেন। এর একটা ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৯ আগস্ট ইসলামাবাদে পাকিস্তানের রেলমন্ত্রী বলেছিলেন, আজকে ভারতের যোধপুরের উদ্দেশে পাকিস্তান থেকে যে ট্রেন ছেড়েছে, সেটিই সর্বশেষ। ভারতের জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ সুবিধা’ তুলে নেওয়া সিদ্ধান্তের জেরে এ ঘোষণা আসে পাকিস্তানের পক্ষ থেকে।
এদিকে, বিশেষ সুবিধা তুলে নেওয়ার পর থেকে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি থমথমে। তবে পরিস্থিত স্বাভাবিক দেখাতে চায় বিজেপি সরকার। তাদের মতে, আগামী সপ্তাহ থেকে উপত্যকার সব স্কুল-কলেজসহ সরকারি প্রতিষ্ঠান খুলবে। যদিও পাকিস্তান বলে আসছে, হিমালয় অঞ্চলটির পরিস্থিতি ভালো নেই। মানুষজন ‘গৃহবন্দি অবস্থায়’ দিন কাটাচ্ছে।
পিবিএ/ইকে