পিবিএ,পোরশা (নওগাঁ): নওগাঁর পোরশায় মাতৃভাষায় শিক্ষা, শিক্ষক নিয়োগ, সরকারী চাকুরীতে কোটার পূর্ণ বাস্তবায়ন এবং করোনা সংকটে পৃথক প্রণোদনার দাবিতে মানববন্ধন করেছে আদিবাসীরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার প্রাণকেন্দ্র সারাইগাছী বাজারে উপজেলা আদিবাসী ছাত্র পরিষদের আয়োজনে ও সংগঠনের উপজেলা শাখার সভাপতি নিরেন পহানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের উপজেলা শাখার আহবায়ক ধীরেন লাকড়া, সাবেক সভাপতি মহেন্দ্র পাহান, জেলা আদিবাসী যুব পরিষদের সভপতি মার্টিন মুর্মু, কেন্দ্রীয় আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি নকুল পাহান, সহ-সাংগঠনিক সম্পাদক দিলিপ পাহান, উপজেলা আদিবাসী পরিষদের সাবেক সভাপতি আইচন পাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এমেলিউস কিসকু প্রমুখ।
পিবিএ/ডিএম রাশেদ/এসডি