পিবিএ, ঢাকা : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারির অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান ১২ জুন ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি করোনার উপসর্গ নিয়ে গত ৫ জুন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে ৬ জুন ভেন্টিলেটর সাপোর্টে নেয়া হয়। ডাক্তারদের সকল প্রয়াস ও সযত্ন পরিচর্যাকে ব্যর্থ করে দিয়ে অবশেষে নিবেদিতপ্রাণ এই
শিশু শল্য-চিকিৎসক চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান রেখে গেছেন।
নিরাপত্তামূলক সকল বিধি-বিধান মেনে উপজেলা ও স্থানীয় প্রশাসনের সহায়তায় ঢাকার দোহার উপজেলার গাজীকান্দা গ্রামে মরহুমের পারিবারিক কবরস্থানে বাদ জুম্মা তাঁকে দাফন করা হয়। নিবেদিতপ্রাণ এই চিকিৎসকের মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
উল্লেখ্য, প্রয়াত ডা. জহিরুল হাসান বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য পাট প্রতিমন্ত্রী মোসলেম উদ্দিন খান হাবু মিয়ার কনিষ্ঠ জামাতা। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে তিনি এমবিবিএস (এম-১৭) পাশ করেন। বিভিন্ন স্থানে চাকরির পর ডা. জহির বিএসএমএমইউ’তে স্থায়ীভাবে যোগ দেন এবং ২০১৮ সালে তিনি অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।
পিবিএ/ নুরুদ্দিন রানা/এমএ