করোনার সম্মুখযোদ্ধা আরো ৩ চিকিৎসকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক, ঢাকা : গত একদিনে করোনাকালের সম্মুখযোদ্ধা ৩ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

তারা হলেন, ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আশরাফুজ্জামান, দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক শাহ আবদুল আহাদ ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক নুরুল হক।

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনা রোগীদের সেবা দিতে গিয়ে নিজেও আক্রান্ত হওয়া চিকিৎসক নুরুল হক হার মানেন মৃত্যুর কাছে। এই খবর জানাজানি হতে না-হতেই গতকাল বুধবার সকালে আরও দুজন চিকিৎসকের মৃত্যুর খবর স্তব্ধ করে দেয় চিকিৎসক সমাজসহ সাধারণ মানুষকে।

এ নিয়ে গত আট দিনে (১০ জুন থেকে ১৭ জুন) করোনায় আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে ১২ চিকিৎসকের মৃত্যু হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ও উপসর্গ নিয়ে দেশে এখন পর্যন্ত ৪১ চিকিৎসকের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে একেবারে সম্মুখযোদ্ধার দায়িত্বে রয়েছেন চিকিৎসকেরা। অন্যের জীবন বাঁচাতে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তাঁরা। করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে গিয়ে তাঁরাও সংক্রমিত হচ্ছেন, মৃত্যুর ঘটনাও বাড়ছে। একের পর এক চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

পিবিএ/এমএ

আরও পড়ুন...