পিবিএ,বগুড়া: কনোনা পরিস্থিতিতে অর্থনীতির চাকা সচল রাখতে প্রাণী সম্পদ উদ্যোক্তা তৈরীতে বগুড়ায় ভেটেরিনারিয়ানদের ভূমিকা শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট শনিবার বিকালে বগুড়া টিএমএসএস মহিলা মার্কেট মিলনায়তনে বগুড়া ভেটস্ সোসাইটি আয়োজিত এসিআই এনিমেলস হেলথএর সার্বিক সহযোগীতায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডাঃ হীরেশ রঞ্জন ভৌমিক ও প্রধান অতিথি হিসেবে বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রফিকুল ইসলাম।
ভেট’স সোসাইটি অব বগুড়ার সভাপতি ডা. তমাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীত অতিথি’র বক্তব্য রাখেন প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ মোঃ সহিদুল ইসলাম, প্রধান আলোচক ছিলেন শেরপুর প্রাণী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন, স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি’র উদ্যোক্তা ও সমন্বয়ক জনপ্রশাসন পদকপ্রাপ্ত ডাঃ মোঃ রায়হান পিএএ। ভেট’স সোসাইটি অব বগুড়া র সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম সুমন সঞ্চালনায় বিশেষ অতিথি’র বগুড়া সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম হোসেন, জয়পুর হাটের ইউএলও, ডিএলএস, ঢাকা, সংযুক্তি-এফডিআইএল ডা. মো. রুস্তম আলী, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারি পুলিশ সুপার হেলেনা আক্তার. রাজশাহী বিভাগী বিভিএ’র কোষাধ্যক্ষ ডা. রিপন কুমার মন্ডল, এসিআই এনিম্যাল হেল্থ,বগুড়া জোনালের জেনারেল সেলস্ ম্যানেজার এম এ মালেক সহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বগুড়ার বংশদ্ভুত বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ভেটেরিনারিয়ান, বর্তমানে বিভিন্ন সেক্টরে কর্মরত এবং সাবেক বগুড়ার সকল ভেটেরিনারিয়ানদের একটি পরিবারের বন্ধনে আবদ্ধ করার প্রয়াসে গঠন হয় ভেট’স সোসাইটি অব বগুড়া (ভিএসবি) সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ করোনা পরিস্থিতিতে প্রাণি সম্পদের উন্নয়নের বিভিন্ন কর্মকান্ড করে যাচ্ছে।
পিবিএ/আবু বকর সিদ্দিক/এসডি