করোনায় আক্রান্ত নওগাঁ-৩ আসনের এমপি সেলিম

খালিদ হোসেন মিলু,বদলগাছী(নওগাঁ): করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম। রোববার এ তথ্য নিশ্চিত করেছেন নওগাঁর সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান আলাল।

তিনি বলেন, নমুনা সংগ্রহের আগে দুই-তিনদিন জ্বর ও সর্দিতে ভুগছিলেন এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম। এজন্য ১৫ জুলাই তার গ্রামের বাড়ি মহাদেবপুর উপজেলার চেরাগপুর থেকে নমুনা সংগ্রহ করা হয়। ১৭ জুলাই সন্ধ্যায় করোনা পজিটিভ আসে। তবে তিনি সুস্থ আছেন। বর্তমানে কোনো ধরনের উপসর্গ নেই বললেই চলে। নমুনা দেয়ার পরদিন তিনি ঢাকায় গেছেন। বর্তমানে ঢাকায় আছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও রিসিভ করেননি। এমপির পিএস সুদেব কুমার বলেন, গত দুইদিন থেকে তিনি এমপির সঙ্গে নেই।

নওগাঁ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৮১। এছাড়া মারা গেছেন ১২ জন।

পিবিএ/এসডি

আরও পড়ুন...