করোনায় আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

পিবিএ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আজ শুক্রবার টুইটারে এক ভিডিও বার্তায় এই খবর জানালেন তিনি নিজেই। তাই সেল্ফ আইসোলেশনে গেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার জনসনের করোনার লক্ষণ দেখা দেয়। পরে পরীক্ষা করা হলে তার শরীরে ধরা পড়ে করোনা।

ভিডিও বার্তায় বরিস জনসন বলেন, করোনা লক্ষণ দেখা দিলেই আমি করোনার টেস্ট করাই। পরীক্ষ ফল পেয়েছি। সেখানে করোনা ধরে পড়েছে। তাই আমি বাসা থেকে কাজ করছি। তিনি আরো বলেন, নিঃসন্দেহে আমি আমার শীর্ষ বর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চালিয়ে যেতে পারবো। সেই সঙ্গে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিতে পারবো।

এর আগে আক্রান্ত হন ব্রিটেনে রাজকুমার প্রিন্স চার্লস। করোনার লক্ষণ দেখা দেওয়ার পর করোনা টেস্ট করা হলে তার শরীরে এই মারণ ভাইরাস ধরা পড়ে। মারণ ভাইরাস করোনায় কাঁপছে গোটা বিশ্ব। সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। মারা গেছেন ২৪ হাজারেরও বেশি মানুষ। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১১ হাজার ছয়শ ৫৮ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন পাঁচশ ৭৮ জন।

পিবিএ/এসএএন

আরও পড়ুন...