পিবিএ,মৌলভীবাজার:করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশীর মৃত্যু হয়। কবিতা শ্যাম চৌধুরী চন্দ্রা(৫৫) আজ ভোর ৬টায় আমেরিকার নিউ ইয়র্ক শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্বামী সন্তান সহ ১০বছর ধরে আমেরিকায় বসবাস করছেন। স্বামী- অরূপ শ্যাম চৌধুরী বাপ্পা বলেন কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় তিনি মারা যান। কবিতা শ্যাম চৌধুরী চন্দ্রা প্রয়াত সঙ্গীত শিল্পী সুবীর নন্দী’র শ্যালিকা। এ বিষয়ে উনার ভাতিজা সাংবাদিক সজিব দেবরায় বলেন আমার ফুফু খুব ভালো মনের মানুষ ছিলেন, অনার এভাবে চলে যাওয়াটা খুবই দুঃখ জনক । সবচেয়ে কষ্ট হয় উনার মরদেহটা পযন্ত দেখার কোন সুযোগ নেই। যাইহোক আমরা উনার আত্মার শান্তি কামনা করি। যুক্তরাষ্ট্রে উনার স্বামী সহ পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। উনার আদি নিবাস সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায়।
পিবিএ/মোঃ আহাদ মিয়া/এএম