পিবিএ,মাগুরা: মাগুরায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মধ্যে আজ শনিবার দুপুরে আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম অফিস চত্বরে জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্টপোষকতায় জেলা ক্রীড়া সংস্থা এ অনুদান বিতরণ করে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বাসুদেব কুন্ডু, আশরাফুল আলম বাবুল ফকির, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আমির ওসমান রানা, সদস্য এ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল প্রমুখ।
অনুষ্ঠানে ৪৫ জন খেলোয়াড় ও সংগঠকদের মধ্যে প্রত্যেককে ৭ হাজার টাকা হারে মোট ৩ লাখ ৭৮ হাজার টাকা অনুদান দেয়া হয়।
পিবিএ/মোখলেছুর রহমান/এসডি