করোনায় বগুড়া প্রেসক্লাব বন্ধ


জিএম মিজান,বগুড়া: বগুড়ায় করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন অবনতি হওয়ায়, অধিক সংখ্যক সাংবাদিক করোনায় আক্রান্ত এবং সংক্রমণ এড়াতে বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন ও সাধারণ সম্পাদক আারিফ রেহমান এক বিবৃতিতে সোমবার থেকে বগুড়া প্রেসক্লাব কার্যালয় বন্ধ ঘোষনা করেছেন।

বিবৃতিতে পরিস্থিতি উন্নতি এবং পরবর্তী সিন্ধান্ত না দেয়া পর্যন্ত প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন,সদস্য সমাগম এবং স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে। সেই স্েঙ্গ আক্রান্ত সাংবাদিকদের সুস্থ্যতা কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

এছাড়াও করোনা পরিস্থিতিতে যেসব সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করছেন তাদেরকে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হয়েছে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...