করোনায় যুবলীগ নেতার মৃত্যু

পিবিএ,ঢাকা: প্রাণসংহারি ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন যাত্রাবাড়ী থানা ৫০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সায়েম খন্দকার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার সোয়া ১২টার দিকে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইসিইউতে চিকি’সাধীন অবস্থায় সায়েম মারা গেছেন। তার করোনা পজেটিভ ছিল।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাকসুদুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারিক সিদ্ধান্তে সরকারি করোনাবিধি অনুযায়ী জানাজা নামাজ সম্পন্ন হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে যান।

সংগঠনের নেতার মৃত্যুতে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা শোকবার্তায় বলেন, যুবলীগ নেতা সায়েম খন্দকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক ছিলেন। আমরা একজন একনিষ্ঠ কর্মীকে হারালাম। আমরা তার শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

পিবিএ/এমআর

আরও পড়ুন...