পিবিএ,বগুড়া: করোনা পরীক্ষার জন্য লাইনে দাড়িয়ে নমুনা দেয়ার আগেই মৃত্যু হলো বগুড়ার স্থানীয় পত্রিকা দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক ওয়াসিউর রহমান রতন। বৃহস্পতিবার সকালে তিনি বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্বপরিবারে করোনা ভাইরাসের নমুনা দিতে গিয়ে বেলা ১২টায় তার মৃত্যু হয়।
দৈনিক বগুড়ার স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্বপরিবারে করোনাভাইরাস নমুনা দিতে গিয়ে তিনি হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তিনি দৈনিক করতোয়ার উপেদেষ্টা সম্পাদক ওয়াসিকুর রহমান বেচানের ছোট ভাই এবং দৈনিক বগুড়ার বার্তা সম্পাদক ছিলেন।
পিবিএ/জিএম মিজান/এএম