করোনা আতঙ্কে রোগীশূন্য স্বাস্থ্য কমপ্লেক্স

পিবিএ,চারঘাট: প্রানঘাতী করোনা ভাইরাস আতঙ্কে রোগীশুন্য হয়ে পড়েছে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। গতকাল শনিবার রোগী ভর্তি হয়েছে মাত্র ৩ জন। পুরুষ, নারী ও শিশু ওয়ার্ডসহ ৫০ শয্যবিশিষ্ট ২ টি ওয়ার্ডই এখন রোগীশুন্য। শনিবার সরেজমিন গিয়ে দেখা যায় বেলা ১০ ঘটিকায় পুরুষ ওয়ার্ডে ভর্তি মাত্র ৩ জন। জরুরী বিভাগ ও আউটডোরেও কমেছে রোগীর সংখ্যা। অনেকে আবার করোনা আতঙ্কে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। গত ২৪ ঘন্টায় জরুরি বিভাগে ১২ জন, আউটডোরে মহিলা ৩০ জন, পুরুষ ২০ জন ও ৫ জন শিশু চিকিৎসা নিয়েছে বলে জানা যায়। যেখানে ৪ শত থেকে ৫ শত রোগী চিকিৎসা সেবা নিতে আসতো। তবে সাধারন রোগীদের মতো চিকিৎসাসেবা প্রদানকারী ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা ভাইরাস আতঙ্কে পড়েছে।

চিকিৎসাসেবা নিতে আসা থানাপাড়া গ্রামের একজন বলেন (নাম প্রকাশ না করা শর্তে) আমার সন্তানের বয়স ২ বছর সামান্য ঠান্ডাজনিত কারনে ডাক্তারের পরামর্শ নিতে এসেছিলাম কিন্তু চিকিৎসাসেবা না নিয়ে আমাকে চলে যেতে হচ্ছে। তবে ঠান্ডাজনিত সমস্যার কারনে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

কর্তব্যরত চিকিৎসক (আরএমও) ডা: মোজাম্মেল হক বলেন, আমরা সবার থেকে বেশি হুমকিতে পড়েছি। এখনও সার্জিক্যাল মাস্ক ও গাউনসহ অন্য প্রতিরোধক কোন উপকরণ পাইনি। তবে স্থানীয়ভাবে তৈরি মাস্ক ও এপ্রোন গায়ে দিয়েই করোনা ভাইরাস মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হচ্ছে। সেগুলো আসলে করোনা ভাইরাস মোকাবেলায় যথেষ্ট নয়। আমাদের প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা না থাকায় আমরা সবচেয়ে বেশি হুমকিতে পড়েছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা: আশিকুর রহমান বলেন ডাক্তার, নার্সসহ হাসাপাতালের সকল কর্মকর্তা কর্মচারী হাসপাতালে রয়েছেন। শিফট অনুযায়ী সকল ডাক্তার ও নার্সগন চিকিৎসাসেবা প্রদান করছেন। তবে ডাক্তারদের প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যহত হচ্ছে। আমরা ইতিমধ্যে ১০ জোড়া পিপিই পেয়েছি এগুলো ডাক্তারদের মাঝে বিতরণ করা হবে।

তিনি আরও বলেন করোনা আতঙ্কে ভাইরাসজনিত কারনে বেশিরভাগ রোগী হাসপাতালে আসছেন না। তারা মোবাইল ফোনে প্রয়োজনীয় সেবা নিচ্ছেন। করোনা ভাইরাস নিয়ে আতঙ্কি না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন চারঘাটে এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী সনাক্ত না হলেও আইসোলেশনের জন্য হাসপাতালে ৪ শয্যাবিশিষ্ট একটি ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

পিবিএ/মাইনুল হক সান্টু/বিএইচ

আরও পড়ুন...