পিবিএ,ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কভিড-১৯ করোনা ভাইরাস নিয়ে গুজব সৃষ্টি করে জনমনে ভীতি ও আতঙ্ক ছড়ানোর দায়ে গাজীপুর থেকে দুই ব্যক্তিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব-১) এর সদস্যরা।
বৃহস্পতিবার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্ণেল শাফী উল্লাহ বুলবুল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাবের হাতে আটককৃতরা ব্যক্তিরা হলো- মোঃ আব্দুর রহমান মিলন (৪৮) ও মোঃ আমিনুল ইসলাম বিল্লাল (৩৩)। র্যাব-১ এর সাইবার মনিটরিং টিমের সদস্যরা বুধবার দিবাগত রাত ৯টার দিকে গাজীপুর জেলার কোনাবাড়ী ও কাপাসিয়া পৃথক দু’টি থানা এলাকায় গোপনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে । এসময় ধৃত দুই ব্যক্তির নিকট থেকে ২ টি মোবাইল ফোন, গুজব সৃষ্টিকারী স্ক্রীনশটের ৯ টি কপি এবং সরকার ও রাষ্ট্রবিরোধী ফেইজবুকের পোষ্ট ৫ কপি উদ্ধার করা হয়।
র্যাবের আইনও গনমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার বলেন, র্যাব-১ এর সাইবার মনিটরিং টিম সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুক) এ কভিড-১৯ করোনা ভাইরাস নিয়ে কয়েকটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা বিভ্রান্তিকর কিছু পোস্ট সনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-১ এর সদস্যরা অপরাধ চক্রের সদস্যদেরকে ধরতে বুধবার রাতে গাজীপুর জেলার কোনাবাড়ী ও কাপাসিয়া পৃথক দু’টি থানা এলাকায় গোপনে অভিযান চালিয়ে মোঃ আব্দুর রহমান মিলন (৪৮), পিতা- মৃত শাহ মোঃ সোলায়মান আলী ও মোঃ আমিনুল ইসলাম বিল্লাল (৩৩) পিতা- আবদুল মান্নানকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবকে জানায় যে, তাদের ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) করোনা ভাইরাস নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য পোস্ট, শেয়ার এবং বিভিন্ন কমেন্টস এর মাধ্যমে গুজব সৃষ্টিকরে জনমনে বিভ্রান্তি ও ভীতির পরিবেশ সৃষ্টি করে আসছিল বলে স্বীকার করে।
পিবিএ/মনির হোসেন জীবন/এমআর