অবশেষে করোনা নেগেটিভ হয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যোগ দিলেন স্পিন বোলিং কোচ শ্রীলংকার রঙ্গনা হেরাথ। নিউজিল্যান্ডে যাবার সময় বিমানে এক করোনা রোগীর সংস্পর্শে আসায় সেখানে পৌঁছানোর পর হেরাথের করোনা পজিটিভ হয়। এতে আইসোলেশনে ছিলেন তিনি। এমনকি রুম কোয়ারেন্টাইনে থাকা অবস্থাতেও তৃতীয় করোনা পরীক্ষায় পজিটিভ হন হেরাথ। এজন্য পুরো দলকে তিনদিন বেশি রুম কোয়ারেন্টাইনে থাকতে হয়।
দীর্ঘ দিন আইসোলেশন শেষে করোনামুক্ত হয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন হেরাথ। তাওরাঙ্গার আজ দলের অনুশীলনে ছিলেন তিনি।
দলের সঙ্গে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত হেরাথ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, আজকে আমাকে এমআইকিউ ফ্যাসিলিটি থেকে ছাড়পত্র দিয়েছে। মূলত চারদিন আগেই ছাড়া পেয়েছি আমি। দলের সাথে যোগ দিতে পেরে আমি খুবই আনন্দিত। একই সাথে গত দুই সপ্তাহ খুবই কঠিন ছিল। পুনরায় দলের সঙ্গে যোগ দিয়ে সফরের ম্যাচগুলোর দিকে তাকিয়ে আছি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও নিউজিল্যান্ডের স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানাতে ভুল করেননি হেরাথ। তিনি বলেন, ‘বিসিবি ও নিউজিল্যান্ডের হেলথকেয়ারকে ধন্যবাদ দিতেই হবে। তারা আমার খুব ভালো যত্ন নিয়েছে। তাই তাদেরকে অনেক ধন্যবাদ। আমি এখন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটির অপেক্ষায় রয়েছি।’
নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের প্রথম টেস্ট শুরু হবে পহেলা জানুয়ারি। দ্বিতীয় টেস্ট ৯ জানুয়ারি। দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে ২৮ ও ২৯ জানুয়ারি একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।