করোনা প্রতিরোধে বুড়িমারী ঔষধ ব্যবসায়ীদের মত বিনিময় সভা

শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ঔষধ ব্যবসায়ী কল্যান সমিতির ব্যবসায়ীগণের বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ নেওয়াজ নিশাতের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আবু সাঈদ নেওয়াজ নিশাত আতঙ্ক ছড়ানো নয়, সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান। তিনি বলেন, কেউ আতঙ্কগ্রস্ত হবেন না, স্বাস্থ্যবিধি মেনে সাহস ও আত্মবিশ্বাসসহ পরিস্থিতি মোকাবেলা করুন।

এছাড়া তিনি ঔষধ ব্যবসায়ীদেরকে মানব সেবার ব্রত নিয়ে দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবেলা করতে ফেস মাস্ক, হ্যান্ড গ্লোবভস এবং হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াশসহ অন্যান্য ঔষধ সহনীয় ও সুলভ মূল্যে বিক্রয় করার অনুরোধ জানান। পাশাপাশি তিনি বলেন, কোন অসাধু ব্যবসায়ী যাতে করোনা ভাইরাস প্রতিরোধক ঔষধ অধিক মূল্যে বিক্রি করতে না পারে সেদিকে সবাইকে নজর দেয়ার আহ্বান জানান।

এ ছাড়া তিনি আরো বলেন, এই করোনা পরিস্থিতিতে কেউ ডাক্তার দেখাতে কিংবা ঔষধ কিনতে আসলে অবশ্যই মাক্স পরিধান করে আসতে হবে।
মত বিনিময় সভায় বুড়িমারী সকল ঔষধ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
পিবিএ/এসডি

আরও পড়ুন...