রোগির করোনা তথ্য গোপন রাখায় সলিমুল্লাহতে ৬১ স্বাস্থ্যকর্মী আক্রান্ত


পিবিএ, ঢাকা : নিজেদের জীবনের ঝুকি আছে জেনেও চিকিৎসকরা করোনা রোগীর চিকিৎসায় নিয়োজিত আছেন। কিছু সংখ্যক অবিবেচক সংক্রমিত রোগির ভুলের কারনে চিকিৎসকরা পরছেন বিপাকে। এমনটাই ঘটেছে সলিমুল্লাহ মেডিকেল কলেজে।

হাসপাতালের করোনা ইউনিটের সমণ¦য়ক অসীম চক্রবর্তী বলেন, তাদের হাসপাতালে ৩০ জন চিকিৎসক, ১৬ জন নার্স এবং ১৫ জন হাসপাতালের স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে দুজন চিকিৎসকসহ ছয়জন ঢাকার অন্যান্য হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। অন্যরা বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।’

 

তিনি বলেন, করোনা ভাইরাসের উপসর্গ থাকার পরও তা গোপন করে তিনজন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় এত চিকিৎসক, নার্সসহ অন্যান্যরা করোনায় আক্রান্ত হয়েছেন বলে তিনি মনে করেন।

জানা গেছে, দশ দিনের ব্যবধানে রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের ৩০ জন চিকিৎসকসহ সর্বমোট ৬১ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর হাসপাতালটির মোট ৩৭০ জন চিকিৎসকের মধ্যে বর্তমানে কোয়ারেন্টিনে আছেন আরও ৬০ জন।

তিনি বলেন, ‘চলতি মাসের শুরুর দিকে নারায়ণগঞ্জ থেকে আসা দুজন রোগী প্রথমে নিজেদের ভুল ঠিকানা দেন এবং করোনার উপসর্গ থাকার কথা লুকিয়ে হাসপাতালে ভর্তি হন। একজন রোগী ভর্তি হয়েছিলেন সার্জারি বিভাগে এবং অন্যজন প্রসূতি বিভাগে। সম্প্রতি আরও একজন রোগী করোনা উপসর্গ থাকার কথা লুকিয়ে হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসকদের সন্দেহ হলে তিন রোগীর করোনা শনাক্তের পরীক্ষা করা হয়। তখন প্রত্যেকের ক্ষেত্রে করোনা ভাইরাস পজিটিভ হয়। মূলত এই তিনজন রোগীর সংস্পর্শে যেসব চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ অন্যান্য স্টাফরা এসেছিলেন, তাঁরাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।’

পিবিএ/এমএ

আরও পড়ুন...