করোনা সন্দেহে বাবাকে রাস্তায় ফেলে গেলেন ছেলে

পিবিএ,সিরাজগঞ্জ: করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ৬০ বছর বয়সী পিতা কে পরিত্যক্ত জায়গায় ফেলে যান তাঁর ছেলে। শ্বাসকষ্ট থাকায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ছেলে এমনটা করেন।

সোমবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌরবাস টার্মিনালে একটি পরিত্যক্ত জায়গায় নজরুল ইসলাম তার বাবা ছোবাহান আলীকে ফেলে চলে যান। ছোবাহান গয়হাট্টা মানিকদহ গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে।

পুলিশ ঘটনা জানতে পেরে দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ ও উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকী সেই বৃদ্ধা কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং সেই বৃদ্ধ কে খাবারদাবার ও সুচিকিৎসা নিশ্চিত করেন।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শ্বাসকষ্ট থাকায় ওই বৃদ্ধের একমাত্র ছেলে তাঁকে পৌরবাস টার্মিনালে রেখে গ্রামে চলে যান। কীভাবে তার সন্তান পিতার সঙ্গে এমন অমানবিক আচরণ করলেন? পুলিশ উদ্ধার না করলে রাতের বেলা হয়তো ওই অসুস্থ বৃদ্ধ কে শিয়াল–কুকুরে খেয়ে ফেলত।

আমরা সংবাদ পেয়ে সেই বৃদ্ধ কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই এবং খাবারের ব্যবস্থা করি।

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায়, ছোবাহান আলী কে আইসলেশন রাখা হয়েছে। মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করা হবে।
পিবিএ/এসডি

আরও পড়ুন...