কর্মসংস্থান কর্মসূচির ২০০০ শ্রমিকের ঘরে ঈদের আনন্দ নেই

পিবিএ,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযথ তদারকি কর্তৃপক্ষের অবহেলা ও গাফিলতি এবং সেচ্ছাচারিতার কারণে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে। ফলে এখানে শ্রমিকদের মজুরি প্রদান বন্ধ রয়েছে। সর্বশেষ সোমবার সরকারি খোলার দিন শ্রমিক মজুরির টাকা উত্তোলন করতে না পারায় অন্তত ২০০০ শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা ঈদের আনন্দ থেকে বঞ্চিত।

কর্মসংস্থান কর্মসূচির ২০০০ শ্রমিকের ঘরে ঈদের আনন্দ নেই

জানা গেছে, উপজেলায় এ কর্মসূচি গত ২৭ এপ্রিল শুরু হয়। এক কোটি ৭৬ লক্ষ ৪৮ হাজার টাকার বিপরীতে উপজেলার নয়টি ইউনিয়নে ৪৪টি প্রকল্প নেওয়া হয়। এতে শ্রমিক সংখ্যা ২২০৬জন। প্রত্যেক শ্রমিক দৈনিক ২০০টাকা মজুরিতে প্রকল্পে সপ্তাহে পাঁচ দিন করে টানা ৪০ দিন কাজ করবেন। গত ২৯ মে পর্যন্ত শ্রমিকেরা বিভিন্ন প্রকল্পে ২৫ দিন কাজ করলেও ঈদকে সামনে রেখে মজুরির টাকা না পেয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন।

কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মোঃ শরাফত আলী জানান, মজুরির টাকা উত্তোলন করতে না পেরে সোমবার কিছু শ্রমিক কাঁদতে শুরু করেন। এদের মধ্যে এমন শ্রমিকও আছেন, যারা ঈদের সেমাই কেনার মতো সামর্থ্য নেই। ভাবছি নিজের পকেট থেকে তাদেরকে কিছু কিছু করে টাকা দিব।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, কর্মসূচির ৪৪ প্রকল্পের মধ্যে দুইটি প্রকল্পের শ্রমিকদের মজুরি প্রদান করা হয়েছে। তবে নানা কারণে এ কর্মসূচির অন্তত ২০০০ শ্রমিকের মজুরির টাকা প্রদান সম্ভব হয়নি। অনেক প্রকল্পের বিল জমা হয়নি যথাসময়ে। কয়েকটি প্রকল্পে অনিয়মের অভিযোগে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছেন।

পিবিএ/এআইএস/আরআই

আরও পড়ুন...