পিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীতে করোনার থাবায় শতশত মানুষ কর্মহীন হয়ে পড়েছে এবং মানবেতর জীবন যাপন করছেন। সরকারের পাশাপাশি অনেকেই দিচ্ছেন সাহায্যে হাত বাড়িয়ে। কর্মহীন মানুষের মাঝে আশা থাকলেও ঈদ আনন্দ ছিল যেন আকাশ ছোয়া। বঞ্চিত কর্মহীন এই মানুষের সহযোগীতায় হাত বাড়িয়ে দিলেন কুড়িগ্রাম ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাপ্তাহিক সহযোগী পত্রিকার প্রকাশক ও সম্পাদক গোলাম হাবিব (দুলাল)। শুক্রবার ও শনিবার সকালে তার পক্ষে থেকে ঈদ উপহার সামগ্রী (চাল, ডাল, তেল, সেমাই, চিনি, লবন, আলু, সাবান) উপজেলার কাঁচকোল, ব্যাপারীর বাজার, ঠগেরহাট, সবুজপাড়া, পাত্রখাতা, সাতঘড়িপাড়া, রাজারভিটা, বজড়াদিয়ারখাতা, রমনাঘাট, হাজিপাড়াসহ বিভিন্ন এলাকার কর্মহীন মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছেদেন সাপ্তাহিক সহযোগী পত্রিকার স্টাফ রিপোটার ও সাংবাদিকরা। এই সংকট মুহুত্বে ঈদ উপহার হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেন তারা।
পিবিএ/মমিনুল ইসলাম বাবু/এএম