পিবিএ ডেস্ক: ২০শে সেপ্টেম্বর ভারতে মুক্তি পাচ্ছে নায়িকা আইরিন অভিনীত ‘পদ্মার ভালোবাসা’ ছবি। হারুন-উজ-জামানের পরিচালনায় এ ছবিতে আইরিনের বিপরীতে অভিনয় করেছেন সুমিত সেন। গল্প তৈরি হয়েছে ষাটের দশকের পদ্মাপারের জীবন নিয়ে। আইরিন বলেন, এ ছবিটির প্রযোজনা সংস্থা স্বপ্নচূড়া ফিল্ম ইন্টারন্যাশনাল। তাদের কলকাতায়ও অফিস রয়েছে। তাই প্রযোজক আসছে ২০শে সেপ্টেম্বর প্রথমে ভারতের ২৫টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিচ্ছেন। সেখানে সংবাদ সম্মেলনের আয়োজন করলে আমিও ভারতে যাব।
ভারতের পর আগামী ১লা নভেম্বর বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। এ ছবিতে বেশ কয়েকটি লুকে আমাকে দর্শকরা দেখতে পাবেন। ছবিটি নিয়ে আমি আশাবাদী। এদিকে এ ছবির বাইরে আইরিন অভিনীত এবং বুলবুল জিলানী পরিচালিত ‘রৌদ্রছায়া’ ছবিটি সামনে মুক্তি পাবে। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন নিরব। এ ছাড়া অরণ্য পলাশের ‘গন্তব্য’ ছবিরও কাজ শেষ করেছেন আইরিন।
পিবিএ/মারুফ সরকার/ ইকে