পিবিএ ডেস্ক : মানসিক অবসাদে ভুগে আত্মহত্যা করলেন কলকাতার একজন তথ্যচিত্র নির্মাতা। তিনি নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানিয়েছে ৪৮ বছর বয়সী ওই তথ্যচিত্র নির্মাতার প্রতিবেশীরা জানান বেশ কিছুদিন ধরেই ডিপ্রেশনে ভুগছিলেন তিনি। কলকাতা পুলিশের একজন কর্মকর্তা জানান, মৃত পরিচালকের নাম অর্ঘ্য বসু। কলকাতার সন্তোষপুর এলাকার বাসিন্দা তিনি। গত ১ মার্চ তার নিজের ফ্ল্যাটেই ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার দেহ। পুলিশ জানিয়েছে, কোনও স্যুইসাইড নোট বা কোনও চিঠি কিছুই পাওয়া যায়নি তার কাছ থেকে।
কেন ডিপ্রেশনে ভুগছিলেন এই চলচ্চিত্র নির্মাতা? সূত্রের খবর বেশ কিছুদিন ধরেই যৌন হেনস্থার একটি ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতে লেখালিখি চলছিল। সেই হেনস্থার অভিযোগের আঙ্গুল ওঠে অর্ঘ্য বসুর দিকে। সোশ্যাল মিডিয়াতে হয়রানির শিকার হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
পিবিএ/জিজি