কলম্বিয়ায় বোমা হামলায় নিহত ১০, আহত ৫৪

colombia-car-attack-PBA

পিবিএ,ডেস্ক: কলম্বিয়ার রাজধানী বোগোতার পুলিশ অ্যাকাডেমির কাছে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে ১০ জন নিহত হয়েছে। এতে কমপক্ষে ৫৪ জন গুরুতর আহত হয়েছে । খবর দ্য ইনডিপেন্ডেন্টের।

স্থানীয় এক সংবাদ মাধ্যম হতে জানা যায়, বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) কলম্বিয়ার রাজধানী বোগোতার পুলিশ অ্যাকাডেমির কাছে একটি গাড়ি বোমা বিস্ফোরণ হয়৷ এ হামলায় অন্তত ১০ জন মারা যায়। আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কলম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রী জানায়, বোমা হামলায় কমপক্ষে ৫৪ জন গুরুতর আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বোমা বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে আশেপাশের বহু বাড়ির জানলার কাচও ভেঙে গেছে। তবে এই হামলার দায় কোন সন্ত্রাসীগোষ্ঠী স্বীকার করেনি।

পিবিএ/এফএস

আরও পড়ুন...