উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক আবু হাসানাত মোহাম্মদ আরিফীন।
রোববার (৬ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ পায়রা হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলায় সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ,গণমাধ্যমকর্মী, শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধা, সামাজিক সংগঠন, এনজিও, ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।