উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, অতিরিক্ত দামে পণ্য সামগ্রী বিক্রি এবং পণ্যের মোড়কে সঠিক নাম, ঠিকানা না থাকায় তিন ব্যবসায়ীকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে পৌর শহরের নতুন বাজার এলাকার তিন ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী জেলার সহকারী পরিচালক শাহ্ মো. সোয়াইব মিয়া। এসময় কলাপাড়া উপজেলা সেনেটারী কর্মকর্তা মৃনাল চন্দ্র দেবনাথ উপস্থিত ছিলেন।