কলাপাড়ায় দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ ১২ লাখ টাকা লুট, আটক ১

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় এক ব্যবসায়ীর বাড়ীতে সংঘবদ্ধ একটি ডাকাতদল হানা দিয়ে স্বর্ণালঙ্কার, নগদ টাকা এবং একটি মোটরসাইকেলসহ অন্ততঃ ১২ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে আলাউদ্দিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

দূর্বৃত্তরা এ সময় ঘরের মধ্যে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তাদের হাত,পা, চোখ বেঁধে প্রায় দুই ঘন্টা তান্ডব চালায়।

পুলিশ মঙ্গলবার সকালে পটুয়াখালী টোলপ্লাজা থেকে মোটরসাইকেলসহ মো.পিন্টু সিকদার (২৮) নামে ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে। তার বাড়ী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মহেশপুর গ্রামে। সে ওই এলাকার মো.বাবুল সিকদারের ছেলে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

বাড়ীর মালিক আলাউদ্দীন মিয়া বলেন, ‘আনুমানিক রাত ৩টার দিকে ১৩ সদস্যদের একটি ডাকাত দল বাড়ির ভিতর ঢুকে পড়ে। জানালার ফাঁকা দিয়ে কৌশলে দরজা খুলে ডাকাত দলের ৬/৭ জন সদস্য ঘরে ঢুকে তান্ডব চালায়। বাকীরা বাড়ীর বাহিরে পাহাড়ারত ছিল। ডাকাতরা ছেলে মো. মামুন মিয়ার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। এরপর আমার স্ত্রী আমেনা বেগম সহ আমার হাত-পা বেঁধে আটকে রাখে। পরে বাড়ির আসবাবপত্র তছনছ করে ঘরে থাকা নগদ ১ লক্ষ ৯৭ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার ও মূল্যবান কাগজপত্র লুট করে নেয়।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.মোস্তাফিজুর রহমান জানান, ডাকাত দলের এক সদস্য আটক হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।

আরও পড়ুন...